Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উপজেলাপরিষদ সভার কার্য বিবরণী

 

                        সভার তারিখ         :           ২৬ অক্টোবর/২০১২ খ্রিঃ   ১১ কার্ত্তিক/১৪১৯ বাংলা

                        সভার সময়           :           সকাল ১১.০০ ঘটিকা

                        স্থান                    :           উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ

                        সভাপতি              :           জনাব মোঃ আবদুর রহিম খান,চেয়ারম্যান,শিবালয় উপজেলা পরিষদ

 

উপস্থিতিরতালিকা (হাজিরার ক্রমানুসারে): পরিশিষ্ট-

 

            সভাপতি উপস্থিত সকল সদস্যকে ¯^vMZ জানিয়ে সভা শুরম্ন করেন;সভার শুরম্নতে সভাপতির অনুরোধক্রমে  উপজেলা নির্বাহী অফিসার সভা পরিচালনা  করেন। অত:পর বিগত সভার কার্য বিবরনী পাঠ করে শোনানো হয় এবং  কোন সংশোধন ছাড়াই উহা অনুমোদিত হয়।

 

২.০       বিভাগীয়আলোচনা :

২.১       স্থানীয়সরকার বিভাগ;

            সভায় উপজেলা চেয়ারম্যান জানান

৩.১       জনপ্রশাসন বিভাগ;

            সভায় উপজেলা নির্বাহী অফিসার জানান শিবালয় উপজেলার

 

সিদ্ধানত্ম- ৩-১: সভায় বিসত্মারিত আলোচনায়৩যে সমস্ত হাট-বাজার ইজারা হয়নি উক্ত হাট-বাজারগুলি ইজারা দেয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য ইউপি চেয়ারম্যানদের অনুরোধ করা হয়।

 

৪.১       প্রকৌশলবিভাগ :

            উপজেলা প্রকৌশলী সভায় জানান তার বিভাগীয় কার্যক্রম যথারীতি চলছে কোন প্রকার সমস্যা নেই। তিনি আরও জানান ২০১১-১২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় (এডিপি) ০৪ কিসিত্মর বরাদ্দ প্রাপ্ত অর্থ দ্বারা মোট ৩৩টি প্রকল্প গৃহীত হয়। গৃহীত প্রকল্পের মধ্যে ........টি টেন্ডারের মাধ্যমে এবং ........টি প্রকল্প প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বিগত সভার সিদ্ধানত্ম হওয়ায় টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সেমতে কাজ আরম্ভ হয়েছে। তিনি আরও জানান বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় (এডিপি) বিশেষ বরাদ্দকৃত ১১.০০.০০০/- লক্ষ টাকায় টি.টি.ডি.সি ভবন মেরামত কাজটি ঠিকাদারের যথানিয়মে বাসত্মবায়ন হচ্ছে।

 

সিদ্ধান্ত-৪-১: সভায় বিস্তারিত আলোচনায় ২০১১-১২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় (এডিপি) বরাদ্দকৃত অর্থে গৃহীত প্রকল্পগুলি যথাযথভাবে বাসত্মবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয়।

 

৫.০      ¯^v¯’¨ বিভাগ:

            উপজেলা ¯^v¯’¨ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান তার বিভাগীয় কার্যক্রম যথারীতি চলছে কোন প্রকার সমস্যা নেই।

 

সিদ্ধানত্ম-৫-১: সভায় বিসসত্মারিত আলোচনায় যথাযথ ভাবে বিভাগীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

৬.০      প্রাণিসম্পদ বিভাগ :

            উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সভায় জানান তার বিভাগীয় কার্যক্রম যথারীতি চলছে কোন প্রকার সমস্যা নেই।

 

সিদ্ধানত্ম ৬-১: সভায় বিস্তারিত আলোচনায় যথাযথ ভাবে বিভাগীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

           

৭.০       মাধ্যমিকশিক্ষা বিভাগ :

            উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সভায় জানান তার বিভাগীয় কার্যক্রম যথারীতি চলছে কোন প্রকার সমস্যা নেই।

 

সিদ্ধানত্ম -৭-১: সভায় বিস্তারিত আলোচনায় যথাযথ ভাবে বিভাগীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

৬.০      প্রাথমিকশিক্ষা বিভাগ :

            উপজেলা শিক্ষা কর্মকর্তা সভায় জানান তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। কোন প্রকার সমস্যা নেই।

 

সিদ্ধান্ত-৭-১: সভায় বিস্তারিত আলোচনায় যথাযথ ভাবে বিভাগীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

৭.০       পল­ উন্নয়ন বিভাগ :

            সভায় উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা জানান তার বিভাগীয় কার্যক্রম যথারীতি চলছে। কোন প্রকার সমস্যা নেই। তিনি আরও জানান একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির কার্যক্রম মোটামুটি ভাল।

 

 সিদ্ধান্ত-৭-১:  সভায় বিস্তারিত আলোচনায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির কার্যক্রম আরও ভাল করার জন্য উপজেলা পল­ী উন্নয়ন অফিসারকে অনুরোধ করা হয়।

 

 

৮.০      যুবউন্নয়ন বিভাগ :          

            উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সভায় জানান  তার বিভাগীয় কার্যক্রম যথারীতি চলছে। কোন প্রকার সমস্যা নেই।

 

 সিদ্ধান্ত-৮-১:  সভায় বিস্তারিত আলোচনায় যথাযথ ভাবে বিভাগীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

৯.০       মৎস্যবিভাগ :

            সভায় সিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা জানান ৯ ইঞ্চির নিচে জাটকা ধরা নিষিদ্ধ থাকলেও বাজারে কিছু কিছু জাটকা আসছে। তিনি জাটকা নিরোধ অভিযান সফল করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগীতা কামনা করেন।

 

সিদ্ধান্ত-৪-১:  সভায় বিস্তারিত আলোচনার পর জাটকা নিরোধ অভিযানে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগীতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

৫.০      প্রকল্পবাস্তবায়ন বিভাগ :

            সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান ২০১১-১২ অর্থ বছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় (কাবিখা) ৪১ টি প্রকল্পের কাজ আরম্ভ হয়েছে। এপর্যন্ত ৭৫% ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে এবং অতিদরিদ্রদের কর্মসূচীর আওতায় প্রকল্পের কাজ চলছে। উক্ত প্রকল্পের তদারকির জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

 

সিদ্ধান্ত-৫-১:  সভায় বিস্তারিত আলোচনায় ২০১২-১২ অর্থ বছরের গৃহীত প্রকল্প সমূহের সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অত্র সভা অনুরোধ করেন।

 

 

 

 

১০.০    পরিবারপরিকল্পনা বিভাগ :

            সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান তার বিভাগীয় কার্যক্রম যথারীতি চলছে। কোন প্রকার সমস্যা নেই।

 

সিদ্ধান্ত-১০-১:  সভায় বিস্তারিত আলোচনায় যথাযথ ভাবে বিভাগীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

চলমান/০৩

পাতা নং- ০৩

১১.       সমাজসেবা বিভাগ :

            সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জানান তার বিভাগীয় কার্যক্রম যথারীতি চলছে। কোন প্রকার সমস্যা            নেই।

 

সিদ্ধান্ত-১১-১:  সভায় বিস্তারিত আলোচনায় যথাযথ ভাবে বিভাগীয় কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

১৪.০    চেয়ারম্যানদেরআলোচনা :

            সভায় চেয়ারম্যান মহাদেবপুর ইউপি জানান মহাদেবপুর ইউনিয়নের খালের উপর ফুট আরসিসি ব্রীজ নির্মানের প্রকৌশল দপ্তর হতে ১৩.০০.০০০/- (তের লক্ষ) টাকার একটি প্রাক্কলন তৈরী করা হয়েছে। যাহা অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করা হয়। উক্ত ব্রীজ নির্মানে অর্থ যোগানের বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা প্রকৌশলী সভাকে অবহিত করেন যে,উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল হতে উক্ত ব্রীজ নির্মান কাজ বাস্তবায়ন করা যেতে পারে।

 

সিদ্ধান্ত-১৪-১:  সভায় বিস্তারিত আলোচনায় মহাদেবপুর ইউনিয়নের খালের উপর প্রস্তাবিত ব্রীজ নির্মান প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে অর্থ বরাদ্দের পূর্বে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল  ব্যবহার নিদ্দেশিকা অনুযায়ী রাজস্ব তহবিল হতে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল স্থানান্তরের ব্যবস্থা গ্রহণের জন্য এবং অন্যান্য ইউনিয়নের প্রকল্পের প্রস্তাব প্রেরণের জন্য প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

 

১৫.       বিবিধআলোচনা :

            সভায় সম্মানীত সভাপতি ও চেয়ারম্যান উপজেলা পরিষদ সভায় জানান প্রশিকা আওতাধীন সমিতির সদস্যবৃন্দ কর্তৃক শিবালয় উপজেলা পরিষদ অভ্যন্তরে ও আঃ গনি সরকার উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তায়       রোপিত গাছ বিক্রীর অনুমতি চাহিয়া আবেদন করেছেন। এ ব্যপারে আইনগত সমস্যা না থাকিলে অনুমতি   প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

 

সিদ্ধান্ত-১৫-১:  সভায় বিস্তারিত আলোচনায় প্রশিকার মনোনীত সদস্যদের রোপিত গাছের পরিমান নির্ধারণ পূর্বক বিক্রীর অনুমতি সম্পর্কে সরকারি নীতিমালা যাচাইয়ান্তে বিস্তারিত প্রতিবেদন দেয়ার জন্য নিম্ন বর্ণিত ভাবে একটি কমিটি গঠন করা হলো। কমিটি আগামী পরিষদ সভায় বিস্তারিত প্রতিবেদন দাখিল করবেন।

 

                        কমিটি:

            ১.  উপজেলা কৃষি কর্মকর্তা,শিবালয়,মানিকগঞ্জ                 আহবায়ক

            ২.  চেয়ারম্যান,উলাইল ইউনিয়ন পরিষদ,শিবালয়              সদস্য

            ৩.  উপজেলা প্রকৌশল দপ্তরের একজন প্রতিনিধি                সদস্য

            ৪.  এরিয়া ম্যানেজার,প্রশিকা,শিবালয়,মানিকগঞ্জ              সদস্য

            ৫.  বন সংরক্ষণ,শিবালয়,মানিকগঞ্জ                             সদস্য সচিব

 

            অত:পর আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।

 

 

 

 

(মোঃ আবদুর রহিম খান)

চেয়ারম্যান

শিবালয় উপজেলা পরিষদ

সভাপতি

উপজেলা পরিষদ সভা