জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি খেলাধুলা ও বিনোদন মানুষের জীবনের জন্য অপরিহার্য। শিবালয় উপজেলায় খেলাধুলার সুপ্রাচীন ইতিহাস রয়েছ। বহু আগে থেকেই এই উপজেলায় বিদেশী খেলা ফুটবলসহ হাডুডু, দাড়িয়াবাধা, গোল্লাছুট, কানামাছি, লাঠি খেলা, মৌছি ইত্যাদি এবং ক্রিকেট, বাস্কটবল, ব্যাডমিন্টনসহ নানারকম খেলার প্রচলন রয়েছ। কালের বিবর্তনে এর অনেক খেলাই হারিয়ে গেলেও এখনো ফুটবল, হাডুডু, গোল্লাছুট, ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলা প্রায় নিয়মিতই খেলা হয়। বিশেষ করে ক্রিকেট ও ফুটবল খেলার জনপ্রিয়তা রয়েছ সর্বাধিক। মূলত যে সমস্ত খেলার আয়োজন নিয়মিতই করা হয় এই উপজেলায় সেসব হচ্ছ :-
(ক)গোল্ডকাপ ফুটবল
(খ) প্রিমিয়ার ফুটবল লীগ
(গ) ১ম বিভাগ ফুটবল লীগ
(ঘ) হাডুডু প্রতিযোগিতা
(ঙ) ক্রিকেট টুর্নামেন্ট
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস