Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিবালয় উপজেলার পটভূমি

 

                      ১৯৯.১৮ বর্গ কি.মি আয়তন বিশিষ্ট শিবালয় উপজেলাইট মানিকগঞ্জ জেলার আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম উপজেলা। এটি ১৮৭৫ সালে থানা হিসেবে জন্ম লাভ করে। তখন উহা জা্ফরগঞ্জ নামক স্থানে অবস্থিত ছিল। জা্ফরগঞ্জ যমুনার পাড়ে অবস্থিত হোয়ায় যমুনার ভাঙ্গনে জা্ফরগঞ্জ বিলুপ্ত হয় এবং ১৯০০ সালে থানা হেডকোয়ার্টার শিবালয়ে স্থানান্তর হয়। ১৯৮৪ সালে উহা উপজেলা হিসেবে উন্নিত হয়। শিবালয় উপজেলার নামকরনের ইতিহাস পর্যালোচনা করে জানা যায় যে, অত্র এলাকায় মহাদেব শিবের আলয় (মন্দির) অবস্থিত ছিল। শিব+আলয়= শিবালয়, এই নামে অত্র এলাকায় একটি মৌজা ছিল। উক্ত শিব মন্দিরের (আলয়) নাম অনুসারে উক্ত মৌজার নাম শিবালয় করা হয়। জাফরগঞ্জ থানার বিলুপ্তির পর থানা হেড-কোয়ার্টার শিবালয় মৌজায় স্থানান্তর করা হয়। এক পর্যায়ে উপজেলা/থানা হেড-কোয়ার্টারের নাম হয় শিবালয়। শিবালয় উপজেলার পূর্বে ঘিওর উপজেলা, পশ্চিমে পাবনা জেলার বেড়া উপজেলা ও রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলা, উত্তরে দৌলতপুর উপজেলা ও দক্ষিণে হরিরামপুর উপজেলা।