উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়
শিবালয়, মানিকগঞ্জ।
বিভিন্ন শুমারী ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য বিভিন্ন সংস্থা ও জনগণের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়
৫ | সিটিজেন চার্টার | রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্যঃ ১। নমুনা দাগ গুচ্ছ জরিপ কাজ সম্পাদন এবং দাগগুচ্ছ হতে প্রধান প্রধান ফসলের মূল্য ও উৎপাদন খরচ জরিপ। ২। প্রধান ও অপ্রধান ফসলের হিসাব সংগ্রহ। ৩। প্রধান ফসলের কর্তন ও ফলন হার নির্ণয়। ৪। কৃষি শ্রমিকের দৈনিক মজুরী জরিপ। ৫। প্রধান ফসলের পূর্বাভাস ও উৎপাদন জরিপ। ৬। মৎস্য, পশু, হাঁস-মুরগী, ভূমি ব্যহার ও সেচ পরিসংখ্যান জরিপ। ৭। স্যাম্পল ভাইটাল রেজিষ্ট্রেশন জরিপ। ৮। আদম শুমারী, কৃষি শুমারী ও অর্থনৈতিক শুমারীর কাজ সম্পাদন। ইহা ছাড়াও সময়ে সময়ে বিভিন্ন জরিপ কাজ ও বিভাগীয় কাজ-কর্ম সম্পাদন করা হয়। |
উপজেলা পরিসংখ্যান অফিসারের কার্যালয়
শিবালয়, মানিকগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস