আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় ১৯৮৮ সালে। এই প্রতিষ্ঠান ঢাকা আরিচা মহাসড়কের আরিচা, শিবালয়ে অবস্থিত ।
ইতিহাস
ঢাকা –আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ জেলাধীন শিবালয় উপজেলার উত্তর ও দক্ষিন বন্দর সাং যোগে স্থল আরিচা ঘাট।এই আরিচা ঘাটেই বি,আই ডাব্লিউ, টি এর শংলগ্নে পূর্ব পাশে আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় নামে এই বিদ্যালয়ের পূর্ব এখানে শিবালয় পাইলট উচ্চ বিদ্যালয় নামে এই বিদ্যালয় ছিল ।সেটি সরকারী হয়ে য়খন শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয় হয়। তখন এই এলাকার কোমলমতি বাড়তি শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই এলাকার জনগনের সার্বিক সহযোগিতায় তখন করা জন প্রতিনিধি (ইউ,পি, চেয়ারম্যান) মহুরুম বেলায়েত হোসেন সাহেব ৭৮ডিং ভুমির উপর তারই নামানুসারে আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।১৯৮৮সালের ২রা ফেব্রয়ারী অদ্য বিদ্যালয়টি জন্মনেয় হাটি হাটি পা পা করে এখন মানিকগঞ্জ জেলার সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। এস এস সি পরীক্ষায় গোল্ডেন A+ সহ A+ প্রারাই পেয়ে থাকে। এস এস সি পরীক্ষায় ভাল রেজাল্ট করে সরকারী বৃত্তি প্রাপ্ত ও হয়। খেলাধুলায় উপজেলা ও জেলা এবং বিভাগীয় পাঠায় ভারতে বেশ অবদান রেখেছে। ২০১৪ সালের ছেলেদের হ্যান্ডবল ও ফুটবলে উপজেলা চ্যাম্পয়ান হয়। জেলা হ্যান্ডবলে চ্যাম্পায়ান।
পরিচালনা কমিটি
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ মোখলেছুর রহমান সেলিম | সভাপতি |
০২ | জনাব মোঃ আবুল হোসেন | শিক্ষক প্রতিনিধি |
০৩ | জনাব রামপদ সন্ন্যাসী | অভিভাবক প্রতিনিধি |
০৪ | জনাব মোঃ গিয়াস উদ্দিন | সদস্য সচিব |
বিগত ৫ বছরের পরীক্ষায় ফলাফল
সাল | পাশের হার |
২০০৯ | ৯১.৩৫% |
২০১০ | ৬৯.৬৩% |
২০১১ | ৮৯.০১% |
২০১২ | ৯৪.০৫% |
২০১৩ | ৮৫.৪২% |
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাস অথবা সি এন জি করে আসতে হবে।
বাস ভারা ১৫ টাকা। সি এন জি ভারা ২০০ টাকা।
স্থান - আরিচা ঘাট, শিবালয়, উপজেলা-শিবালয় , জেলা - মানিকগঞ্জ।
প্রয়োজনে-
মোঃ গিয়াস উদ্দিন (প্রধান শিক্ষক)
মোবাইলং নং- ০১৭১২১৯১৮৩৯
১। ঐশ্বর্য চক্রবর্তী (৮ম শ্রেনী)
২। পনব রঞাচন রায় (৯ম শ্রেনী)
৩। অজয় কুমার পোদ্দার (৯ম শ্রেনী)
৪। পংকজ শর্মা (৯ম শ্রেনী)
৫। ববিতা হালদার (১০ম শ্রেনী)
৬। পিংকি আক্তার (১০ম শ্রেনী)
৭। মোঃ রাশেদুল ইসলাম (১০ম শ্রেনী)
৮। মোঃ হাসিবুল ইসলাম (১০ম শ্রেনী)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস