শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয় স্থাপিত ১৯৪৯ ইং , জাতীয়করণ -৪ঠা ফেব্রুয়ারি ১৯৮৭ ।
ঢাকা-আরিচা মহাসড়ক। এরই পাশ ঘেঁষে গড়ে উঠেছে অতি সুন্দর ও মনোরম একটি স্কুল। তারই প্রবেশদ্বারে বড় অক্ষরে জ্বল জ্বল করে যেন ভাসছে ‘‘শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়।’’ এ স্কুলটি থেকে একটুখানি দূরেই রয়েছে সেই বিশাল যমুনা নদী। তারই অগ্রভাগে আছে শিবালয় সদর উদ্দিন কলেজ।
পরিচয়টুকু বোধহয় শেষ হলো। এবার স্মৃতির আঙ্গিনায় ফিরে আসবো। এ স্কুলের প্রধান উদ্যোক্তা ছিলেন মরহুম নূর উদ্দিন মোল্লা। তিনি ছিলেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (&ওসি)। বাড়ি ছিল নোয়াখালী জেলায়। স্বর্গীয় জগদীশ চন্দ্র গোস্বামী ও মরহুম মোস্তফা (মটু) মিয়া। মরহুম তসলিম মোল্লা প্রমুখ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ উক্ত উদ্যোগকে সর্বান্তঃকরণে স্বাগত জানান।
বর্তমানে শিবালয়ে কাঁচা বাজার বসে। আর সেই খেলার মাঠের পাশেই ছিল ‘‘সিলভার জুবিলী স্পোর্টিং এসোসিয়েশন’’ নামে একটি নামকরা ক্লাব। ১৯৪৯ সালে বিদ্যালয়টি এই ক্লাবেই সর্বপ্রথম শিবালয় জুনিয়র স্কুল নামে উদ্ভোবন করা হয়। এই স্কুলের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন মোঃ আবদুর রহমান। জুনিয়র স্কুলের অবিস্মরনীয় সেই প্রতিষ্ঠাতা শিক্ষকবৃন্দ ছিলেন- সর্বজন শ্রদ্ধেয় মরহুম তফিজ উদ্দিন, সাজ্জাদ হোসেন, বাবু মঙ্গল চন্দ্র শীল, মরহুম শাদত আলী (আই এস সি স্যার) এবং স্বর্গীয় বাদল কান্তি পন্ডিত। পদাধিকার বলে মানিকগঞ্জ মহকুমার তৎকালীন (S.D.O) ছিলেন এই স্কুলের চেয়ারম্যান।
প্রকৃতির নির্মম পরিহাস। আনুমানিক ১৯৫৮ সালে ঐ স্কুলের সেই আশ্রয়টুকুও যমুনার গর্ভে বিলীন হয়ে গেলো। কিন্তু এবার যে অনিবার্য কারণেই জায়গার প্রয়োজন। তাই স্বর্গীয় তারাপ্রসাদ নাথ ও তার ছোট ভাই স্বর্গীয় ভবানী প্রসাদ নাথ এবং নালু সর্দার প্রমুখ দানশীল ব্যক্তির কাছ থেকে নাম মাত্র মূল্য জমি (বিদ্যালয়টির বর্তমান অবস্থান) ক্রয় করা হয়েছিল। ১৯৬১ সালে বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে ও ১৯৭৯ সালে পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং ১৯৮৭ সালে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সুনির্দিষ্ট ঘোষনা অনুযায়ী ১৯৮৭ সালের ৪ঠা ফেব্রুয়ারী শিবালয় পাইলট উচ্চ বিদ্যালয়কে ‘‘শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হয়।’’
বিগত ৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ
জে.এস.সি | |||
সন | মোট পরীক্ষার্থী | পাসের হার | মন্তব্য |
২০১২ | ৯৯ | ১০০% |
|
২০১১ | ১০১ | ১০০% |
|
২০১০ | ১১২ | ১০০% |
|
এস.এস.সি | |||
সন | মোট পরীক্ষার্থী | পাসের হার | মন্তব্য |
২০১৩ | ৯৯ | ৯৭% |
|
২০১২ | ৮৭ | ৯৮% |
|
২০১১ | ৯৯ | ১০০% |
|
২০১০ | ৯১ | ৯২% |
|
২০০৯ | ৯০ | ৮৯% |
|
শিক্ষা বৃত্তির তথ্যঃ
জে.এস.সি | |||
সন | মোট পরীক্ষার্থী | ট্যালেন্টপুল | সাধারণ |
২০১২ | ৯৯ | ০৩ | ০৩ |
২০১১ | ১০১ | ০৬ | ১০ |
২০১০ | ১১২ | ০৫ | ১১ |
২০০৯ | ১১৫ | ০৬ | ০৬ |
২০০৮ | ১০৭ | ০৭ | ১০ |
উপবৃত্তি ঃ ২০১৩ সালের।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মন্তব্য |
৬ষ্ঠ | ০৭ | ১৭ |
|
৭ম | ০৬ | ২০ |
|
৮ম | ০৬ | ১৯ |
|
৯ম | ০৫ | ১৫ |
|
১০ম | ০৮ | ১৫ |
|
উপবৃত্তি ঃ ২০১২ সালের।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মন্তব্য |
৬ষ্ঠ | ০৬ | ১৯ |
|
৭ম | ০৬ | ১৮ |
|
৮ম | ০৫ | ১৬ |
|
৯ম | ০৮ | ১৫ |
|
১০ম | ০৭ | ১২ |
|
উপবৃত্তি ঃ ২০১১ সালের।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মন্তব্য |
৬ষ্ঠ | ০৬ | ১৭ |
|
৭ম | ০৭ | ১৬ |
|
৮ম | ০৮ | ১৬ |
|
৯ম | ০৮ | ১২ |
|
১০ম | ০৫ | ১৪ |
|
উপবৃত্তি ঃ ২০১০ সালের।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মন্তব্য |
৬ষ্ঠ | ০৬ | ১৪ |
|
৭ম | ০৮ | ১২ |
|
৮ম | ০৮ | ০৯ |
|
৯ম | ০৫ | ১৪ |
|
১০ম | ০৬ | ০৯ |
|
মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড হতে বাসে অথবা সি এন জি চালিত অটো রিক্সা করে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচা ঘাট এর কাছাকাছি রাস্তার পাশেই শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয় অবস্থিত,
উপজেলা- শিবালয়, জেলা- মানিকগঞ্জ ।
নাম- মোহাম্দ আব্দুর রাজ্জাক ( সহকারী শিক্ষক)
মোবাইল নং- ০১৯১১২৫৮৪৪২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস