জমির পরিমান ৩৩ শতাংশ, ১টি টিনসেট ভবন আছে। খুবই জরাজীর্ণ অবস্থা। ২টি সৌচাগাড়, ১টি টিউবওয়েল আছে।
প্রতিটি মানুষেরই সমাজের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। সেই কর্তব্যবোধ থেকে মোহাম্মদ আলী মোল্লা ছোট আনুলিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ জমি দান করেন। উদ্দেশ্য ছিল তার এলাকার জনগণ শিক্ষিত হবে। আমি আলেয়া ফেরদৌসী, মোহাম্মদ আলী মোল্লার বৌমা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি। মাত্র ৫০০ টাকা ভাতা পেয়ে ১৯৯৪ইং সালে হতে নিষ্ঠার সাখে বিদ্যালয়টি পরিচালনা করে আসছি। মনের মধ্যে একটি লালিত স্বপ্ন ছিল একদিন এই বিদ্যালয় জাতীয় করন হবে। অবশেষে একদিন সেই স্বপ্নর বাস্তবায়ন ঘটালেন জাতীর জনক বঙ্গন্ধুর সুযোগ্য কন্যা দেশরন্ত প্রধান মন্ত্রী শেখ হাসিনা। দিনটি ছিল ২০১৩ সালের ৯ জানুয়ারী। তিনি ঘোষনা দিলেন সারা দেশের সমস্ত বেসরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোকে জাতীয় করন করা হলো। সেই থেকে ছোট আনুলিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় আজ আনুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। আমরা ধন্য আমরা তৃপ্ত। দীর্ঘায় কামনা করছি শেখ হাসিনা এবং সরকারের।
ক্রমিক নং | সদস্যদের নাম | কোন ক্যাটাগরী সদস্য | পদবী | মন্তব্য |
০১ | মোঃ রায়হান আলী | বিদ্যোৎসাহী পুরুষ | সভাপতি |
|
০২ | মোঃ আঃ সাত্তার | উচ্চ বিদ্যালয় প্রতিনিধি | সহ-সভাপতি |
|
০৩ | মোঃ আব্দুস ছালাম | ইউনিয়ন পরিষদ সদস্য | সদস্য |
|
০৪ | মোঃ ফজলুল হক | জমিদাতা | সদস্য |
|
০৫ | রওশন আরা | বিদ্যোৎসাহী মহিলা | সদস্য |
|
০৬ | মোঃ লতিফ | অভিভাবক সদস্য | সদস্য |
|
০৭ | মোঃ হারুন আর রশিদ | অভিভাবক সদস্য | সদস্য |
|
০৮ | মর্জিনা ইসলাম | অভিভাবক সদস্য | সদস্য |
|
০৯ | সাবিনা আক্তার | অভিভাবক সদস্য | সদস্য |
|
১০ | হোসনে আরা | সহকারী শিক্ষক | সদস্য |
|
১১ | আলেয়া ফেরদৌসী | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
|
পাশের সন হার
২০০৯- ৯৩.৫৪%
২০১০- ৯৭.৯৩%
২০১১- ৯৭.০৫%
২০১২- ৯০.৯০%
২০১৩- ১০০%
আনুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমির পরিমান ৩৩ শতাংশ, ১টি টিনসেট ভবন আছে। খুবই জরাজীর্ণ অবস্থা। ২টি সৌচাগাড়, ১টি টিউবওয়েল আছে।মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড হতে ঢাকা- আরিচা মহাসরকের বোয়ালী নামক যাইগায় বাস থেকে নামে রিক্সা যোগে আনুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া যাবে।
আলেয়া ফেরদৌসী (প্রধান শিক্ষক)
মোবাইল-০১৭১৪৯৫৪৮৮১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস