১৯৩২ইং সনে শিবালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। আজ আদি সুনামের সাথে সুদয় শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসেছে। বিদ্যালয়টি আধা পাকা টিনসেট ভবন ১টি ১টি ব্লিডিং আছে ২টি রুম আছে। ১টি ভবন ঝুকিপূন বিধায় প্রৌকশলী মহাদয় ভবটি পরিত্যাক্ত ঘোষনা করেছি। ছাত্র ছাত্রী বর্তমানে শ্রেনীকক্ষে অভাবে বাড়ান্দায় ক্লাস করানো হয়। বিদ্যালয় লেখাপড়া মান ভাল। সমাপনী সগ বৃত্তির রেজাল্ট তথ্য বিবরনীতে উল্লেখ করা হলো। সহ পাঠ্যক্রমে কার্যবলীতে ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করে উপজেলা ও জেলা পরিষদে পুরস্কার অর্জন করেছে। বিদ্যালয়টি ঢাকা- আরিচা মহাসড়কের পাশে অবস্থিত।
১৯৩২ইং সনে শিবালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। আজ আদি সুনামের সাথে সুদয় শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসেছে। বিদ্যালয়টি আধা পাকা টিনসেট ভবন ১টি ১টি ব্লিডিং আছে ২টি রুম আছে। ১টি ভবন ঝুকিপূন বিধায় প্রৌকশলী মহাদয় ভবটি পরিত্যাক্ত ঘোষনা করেছি। ছাত্র ছাত্রী বর্তমানে শ্রেনীকক্ষে অভাবে বাড়ান্দায় ক্লাস করানো হয়। বিদ্যালয় লেখাপড়া মান ভাল। সমাপনী সগ বৃত্তির রেজাল্ট তথ্য বিবরনীতে উল্লেখ করা হলো। সহ পাঠ্যক্রমে কার্যবলীতে ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করে উপজেলা ও জেলা পরিষদে পুরস্কার অর্জন করেছে। বিদ্যালয়টি ঢাকা- আরিচা মহাসড়কের পাশে অবস্থিত।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
ক্রামিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ আলী আহসান মিঠু | সভাপতি |
০২ | লাকী ইছাক | সহ সভাপতি |
০৩ | সাজিয়া আফরনি আসমা | সদস্য |
০৪ | মোঃ রফিকুল ইসলাম | সদস্য |
০৫ | মুহম্মদ আশরাফুল ইসলাম | সদস্য |
০৬ | আব্দুর রহিম শেখ | সদস্য |
০৭ | নাজনীন বেগম | সদস্য |
০৮ | লাখী আকতার | সদস্য |
০৯ | সুলতানা রাজিয়া | সদস্য |
১০ | সেলিনা আকতার | সদস্য সচিব |
বিগত ৫বছরের সমাপনী/পাবলিক পরীক্ষা ফলাফল
সাল | পরীক্ষায় অংশগ্রহন | উত্তীর্ন | পাশে হার |
২০০৯ইং | ৪২ | ৪২ | ১০০% |
২০১০ইং | ৭৪ | ৭৩ | ৯৯% |
২০১১ইং | ৪৯ | ৪৯ | ১০০% |
২০১২ইং | ৭২ | ৭২ | ১০০% |
২০১৩ইং | ৮৮ | ৮৮ | ১০০% |
ভবিষ্যৎ পরিক্লপনা
বিদ্যালয়টিতে একটি আবাসিক হোটেল করা, সংস্কৃতিক অনুষ্ঠান পারিচালনার জন্য স্থায়ী স্ট্রেজ নির্মান করা। ১ম-৫ম শ্রেণীর ক্রমিক নং ১ থেকে ১০পর্যন্ত এদেরকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা সরকারী অনুদানে বিদ্যালয়ে দ্বিতল ভবন নির্মান করা।
মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হতে বাসে অথবা সিএনজি চালিত অটো রিক্সা যোগে ঢাকা আরিচা মহা সড়কের আরিচা নামক যায়গায় আসতে হবে। পায়ে হেঁটে অথবা রিক্সা যোগে শিবালয় ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেত হবে।
প্রয়োজনে-
সেলিনা আকতার
প্রধান শিক্ষক
শিবালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়
শিবালয়, মানিকগঞ্জ।
মোবাইল- ০১৭৩১১৬১৯৬৭
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস