২১ নং বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন সংখ্যা ২ টি একটি পাকা আরেকটি আধা পাকা, বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে। ২১ নং বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৪০ সালে স্থাপিত হয়।
ইতিহাস
২১ নং বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪০সালে ১ টি টিনের ঘরে শুরু হয়,১৯৬৫ সালে ১ টি আধাপাকা ভবন নির্মিত হয় । ভবনটি দোতালা ফাউন্ডেশনে নির্মিত হয় এবং ২০০৫ সালে দোতালার কাজ শুরু হয় ২০০৬ সালে হস্তান্তর হয়। এখন সকল তালায় ক্লাস নেওয়া হয়।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির তথ্য
ক্রমিক নং | নাম | পদবি |
১ | মো: নজরুল ইসলাম বাবু | সভাপতি |
২ | মাহমুদা খানম | সহ: সভাপতি |
৩ | কামরুল ইসলাম | দাতা সদস্য |
৪ | নিফাজ উদ্দিন | ইউপি সদস্য |
৫ | শুম্ভ কুমার শীল | উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
৬ | মো: হাবিবুর রহমান | শিক্ষক প্রতিনিধি |
৭ | মো: মিজানুর রহমান | অভিভাবক সদস্য |
৮ | আরিফুর রহমান | অভিভাবক সদস্য |
৯ | শামিমা আক্তার | অভিভাবক সদস্য |
১০ | শিউলী আক্তার | অভিভাবক সদস্য |
১১ | রোশুনারা আক্তার(প্র: শি:) | সদস্য সচিব |
বিগত ৫ বছরের সমাপনির ফলাফল
সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা |
২০০৯ | ৪৭ | ৪৭ |
২০১০ | ৪৫ | ৪৫ |
২০১১ | ৩৬ | ৩৬ |
২০১২ | ৪৬ | ৪৬ |
২০১৩ | ৪৭ | ৪৭ |
২০১৪ সালের উপবৃত্তির তালিকা
মোট শিক্ষার্থীর সংখ্যা | উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা |
৩০৬ জন | ১২৬ জন |
মেধাবী ছাত্র-ছাত্রী
সাল | মেধাবী ছাত্র-ছাত্রীর নাম |
২০০৯ | মো: শাকিব হাসান |
২০১০ | মো: নাইমুর রহমান |
২০১১ | মোস্তাকুর রহমান |
২০১১ | আসিফুর রহমান |
২০১১ | শাকিল আহম্মেদ |
২০১১ | শামিমা আক্তার |
২০১২ | আখি আক্তার |
২০১২ | আফরোজা আক্তার |
২০১২ | লাবনী আক্তার |
২০১২ | সোনিয়া আক্তার |
২০১২ | প্রসেন্জিত সূত্রধর |
২০১২ | রাফি আক্তার |
২০১৩ | সৌমিক নন্দি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস