Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

নদনদী যে কোন অঞ্চলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত যোগাযোগ ব্যবস্থা জাতীয় উন্নতি ও সভ্যতা বিকাশের পূর্বশর্ত। শিবালয় উপজেলার নদীপথ এই অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছ। শিবালয় উপজেলা মূলত পদ্মা-যমুনা-ইছামতি বিধৌত উপজেলা। যশোর, বেনাপোল, রাজশাহীর মত বিভাগীয় শহরসহ প্রতিবেশী উপজেলাসমূহের সাথে সহজতম যোগাযোগ মাধ্যম হচ্ছে এই উপজেলার নদীপথ। বর্তমানে পদ্মা ও যমুনা ব্যতিত ইছামতি নদী তার নাব্যতা হারিয়ে ফেলেছে। এর কারণ হিসেবে শিবালয়ের ভৌগোলিক অবস্থান নি:সন্দেহে গুরুত্বপূর্ণ। এই উপজেলার মধ্যে উক্ত নদীত্রয় বিস্ময়করভাবে পূর্ব ও পশ্চিম বাংলার মধ্যে সুন্দর সেতু বন্ধন রচনা কেরেছ।

 

উল্লখ্য যোগ্য নদীসমূহ :

* পদ্মা্

* যমুনা

* ইছামতি