Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
বাংলাদেশের বিখ্যাত বিন্দু কাচা মরিচের আড়ৎ বরংগাইল
Details

দেশের শতকরা ৭৫ভাগ মরিচই উৎপন্ন হয় মানিকগঞ্জের শিবালয় এলাকায়। দেশের চাহিদা মিটিয়েও রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। নেই কৃষি ঋণ সুবিধা। সার-কীটনাশকের মূল্য বৃদ্ধি,অনাবৃষ্টি ও ভারী বর্ষনকে কাটিয়ে উঠেও মরিচ চাষীরা পড়ছেন বিপাকে। ফলন ভাল হলেও রপ্তানির ক্ষেত্রে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় মরিচের ন্যায্য মূল্য পাচ্ছে না চাষীরা।

মানিকগঞ্জের প্রতিটি উপজেলাই কম-বেশি মরিচের চাষ হয়। এদের মধ্যে,শিবালয় উপজেলা মরিচের আবাদে উলেক্ষ যোগ্য।

দেশের প্রায় ৭৫ ভাগ মরিচ এ অঞ্চলের উৎপন্ন হয়।জেলার মহাসড়ক সংলগ্ন বরংগাইলেই বসে প্রতি দিন এই মরিচের হাট।দেশের বৃহত্তম মরিচ এর হাটহিসেবে পরিচিত এই বরংগাইল। প্রতিদিন এখানে প্রায় ৮০০/১০০০ টন মরিচ আমদানী হয় এই হাটে । দেশের চাহিদা মিটিয়েও এই কাচা মরিচ রপ্তানি করা হয় পার্শ্ববর্তী দেশ ভারত সহ মালয়েশিয়া ইতালী,লন্ডন,কুয়েত,কাতার,বাহরাইন,সৌদিআরব,দোবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।